বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা, ইরানের প্রতিশোধের ‘প্রথম ধাপ’
ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা, ইরানের প্রতিশোধের ‘প্রথম ধাপ’
পক্ষকাল ডেস্ক সংবাদ-
ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। আর এই হামলাকে ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধের প্রথম ধাপ বলে উল্লেখ করেছেন ইরান রেভুলেশনারি গার্ডের এক কর্মকর্তা। ইরানের টেলিভিশনের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
ইরাকে মার্কিন হামলার বিষয়ে ইরান রেভুলেশনারি গার্ডের ওই কর্মকর্তা বলেন, আজকের মিসাইল হামলাটি ছিল প্রথম ধাপ। মধ্য প্রাচ্যে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবা উচিত এবং তাদেরকে আমাদের আওতার মধ্যে রাখা ঠিক হবে না।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।