রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | সম্পাদক বলছি » শাহ্ আলী মাজার মার্কেট দখলে পিছিয়ে নেই বিএনপিও
শাহ্ আলী মাজার মার্কেট দখলে পিছিয়ে নেই বিএনপিও
পক্ষকাল প্রতিবেদক: শাহ্ আলী মাজার জল মহল ভরাট প্রকল্পে কাঁচাবাজার আরৎ ও দোকান ঘর ভাগাভাগিতে বিএনপিও পিছিয়ে নেই। স্থানীয় সংসদ সদস্য বিএনপি নেতা-কর্মীদের পৃষ্ঠপোষকতা করছেন। এ বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তৃণমুল কর্মীরা।
বিগত ২৮ ডিসেম্বর হযরত শাহ্ আলী বাগদাদী (র.) মাজার শরীফ পরিচালনা কমিটির এক সভায় শাহ্ আলী মাজার জল মহল ভরাট প্রকল্পে কাঁচা বাজার আরৎ বরাদ্দে কমিটি গঠন করা হয়।
সেই কমিটিতে অধিকাংশই বিএনপির নেতা-কর্মী। স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের অভিযোগ যে সময় দেশে বিএনপি ও ২০ দলীয় জোট তান্ডব চালাচ্ছে। সেই সময় স্থানীয় সংসদ সদস্য বিএনপির নেতা-কর্মীদের সুবিধাভোগী করছেন। অথচ সরকার দলীয় কর্মীরা সরাসরি বঞ্চিত।
কমিটির উপদেষ্টা অসলামুল হক এমপি। ওই কমিটিতে বিএনপির ১০ জন নেতা-কর্মী রয়েছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ২২ সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে ১০ জনই বিএনপির। এমনকি আহ্বায়কও বিএনপির। তারা হলেন, মোহাম্মদ হোসেন খান, শাহজাহান দেওয়ান, হাজী মো. আকবর হোসেন, মমিনুল হক মমিন, মোশারফ হোসেন মসু, আহসান উল্লাহ হাসান, মাসুদ খান, মোরশেদ আলম, তাজুল ইসলাম দেওয়ান ও আনোয়ার হোসেন আনু।