শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ইজতেমার জুমার নামাজে কয়েক কি.মি. জুড়ে লাখো মুসল্লির ঢল
ইজতেমার জুমার নামাজে কয়েক কি.মি. জুড়ে লাখো মুসল্লির ঢল
পক্ষকাল সংবাদ-
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। পাপ থেকে মুক্তি, ইহকাল ও পরকালের কল্যাণ চেয়ে দুয়া করেছেন তারা। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ আদায় করতে ইজতেমার মুসল্লিদের সঙ্গে যোগ দেন বহু মানুষ। বেলা ১২টার পর থেকেই ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন তারা। উদ্দেশ্য বড় জামাতে নামাজ আদায়।
ইজতেমা নির্বিঘ্ন করতে এবং মুসল্লিদের সুবিধার জন্য, সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের মেয়র। জুমার নামাজে ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় লাখো মুসল্লির অবস্থান দেখা যায়। ইজতেমায় আগত মুসল্লিদের আশা, মোচন হবে অতীতের সব পাপ, সামনের দিনগুলো সঠিক পথে চলার তৌফিক দেবেন আল্লাহ রব্বুল আলামামিন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী রোববার (১২ জানুয়ারি) শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর ১৭ জানুয়ারি শুরু হবে সা’দ অনুসারীদের নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা।