শনিবার, ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ‘দ্রুত পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হতে পারে ইরান’
‘দ্রুত পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হতে পারে ইরান’
পক্ষকাল ডেস্ক সংবাদ-
শিগগিরই ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-যুব লে দ্রিয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় প্রভাব পড়েছে সারা বিশ্বে। এরই মধ্যে এই আশঙ্কার কথা জানালেন তিনি। আরটিএল রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা ভিয়েনায় হওয়া চুক্তির শর্ত ধারাবাহিকভাবে লঙ্ঘন করতে থাকে, তাহলে অবশ্যই, অতি অল্প সময়ের মধ্যে হয়তো ১-২ বছরের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।
এর আগে বুধবার (৮ জানুয়ারি) ভোরে ইরাকের দুটি মার্কিন সেনাঘাঁটিতে ২২ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ৮০ মার্কিন সেনা নিহত ও ২০০ এর বেশি সেনা আহত হওয়ার দাবি করেন তারা। অন্যদিকে মার্কিন সেনাদের হতাহতের খবর অস্বীকার করলেও ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলে স্বীকার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।