২৭ ডিসেম্বর খালেদার জনসভা অনিশ্চিত
পক্ষকাল প্রতিবেদক :
২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপি চেয়ারপারসনের জনসভার দিন ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ আহ্বানের পর অনিশ্চয়তায় মুখে পড়েছে ২০দলীয় জোটের জনসভা।
তবে দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছেন নিজ নিজ কমসূচি বাস্তবায়ন করতে। আছে উত্তেজনাও।
মঙ্গলবার (২২ডিসেম্বর) দিনব্যাপী গাজীপুর জেলার জুড়ে চলে বিএনপির প্রচারণা। পোষ্টার লিফলেট বিতরণ, সভা সমাবেশের মধ্যে কাটে সারাদিন। বিকালে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মঞ্চ নির্মাণ পরিদর্শন করে একটি সংক্ষিপ্ত সভা করেন খলেদা জিয়ার জনসভার আইন-শৃঙ্খলা উপ-কমিটি।
উপ-কমিটির আহবায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হূমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এমদাদ খান, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ প্রমুখ।
দলীয় সূত্র জানায়, আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে অনুষ্ঠিতব্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা সফল করতে গাজীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ ও প্রচারপত্র বিলি করছেন। সোমবার সকালে গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজার ও আশপাশ এলাকায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মাজহারুল আলমের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।
এদিকে ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে তারেক রহমানকে দল থেকে বহিষ্কার অথবা ক্ষমা চাওয়ার দাবিতে আহুত বিক্ষোভ সমাবেশ সফল করতে জেলাব্যাপী গণসংযোগ করছে গাজীপুর জেলা ছাত্রলীগ। জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে তারা গণসংযোগ করেছেন বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন।
২৭ ডিসেম্বর একই স্থানে দুটি দলের জনসভা আহবান নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে গাজীপুর জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী গাজীপুরে থেকে যাওয়ার পর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য খালেদা জিয়ার জনসভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই দিন ও একই সময়ে এক জায়গায় দুটি জনসভা অনুষ্ঠান করার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাসময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
দৈনিক পক্ষকাল/ইএইচএম