শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ » উপাচার্যের যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
প্রথম পাতা » অপরাধ » উপাচার্যের যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
৩০৭ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপাচার্যের যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

---

পক্ষকাল ডেস্ক-
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নির্মাণ দুর্নীতি, বিধি বহির্ভূতভাবে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ, স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই উত্তাল ক্যাম্পাস। এরই মধ্যে প্রকাশ পেয়েছে উপাচার্যের যৌন নিপীড়নের খবর। এর প্রতিবাদে চরম উত্তপ্ত হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সারাদেশে যখন প্রতিবাদ চলছে ঠিক তখন খুবি উপাচার্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন এক সাবেক ছাত্রী। বিষয়টি প্রকাশ্যে আশার পর শিক্ষার্থীরা বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
গত সোমবার (৬ জানুয়ারি) রাতে খুবির সাবেক ওই ছাত্রী (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি তুলে ধরেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য তিনি যখন ভাইভা দিয়েছিলেন তখন নিয়োগ বোর্ডে উপাচার্য (ভিসি) তাকে যেভাবে যৌন হয়রানি করেছিলেন তার বিবরণ।

তিনি লিখেছেন- ‘বাস্তব অভিজ্ঞতা আমাদের নির্মম। স্বল্প সময়ের নিয়োগবোর্ডেও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় নারীর হাফপ্যান্ট পরিধান সংক্রান্ত নানাবিধ আপত্তিকর প্রশ্ন তুলে আমাকে বিব্রত করেছিলেন। সম্প্রতি তাকে নিয়ে দুর্নীতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু একজন নিপীড়ক হিসেবে তাকে কেউ প্রশ্নবিদ্ধ করেননি। জানি না ওই মুহূর্তে নিয়োগ বোর্ডে উপস্থিত পরীক্ষকবৃন্দ কী ভেবেছিলেন। সর্বোচ্চ বিদ্যাপীঠে মানসিক ধর্ষণ যদি বৈধ হয়, তবে ব্যস্ত পথে শিক্ষার্থী ধর্ষণ তো আরও বৈধতা পাবে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন রোধে প্রচলিত যে আইন তাতে স্পষ্ট বলা আছে, ‘যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি’, ‘যৌন আবেদন মূলক মন্তব্য বা ভঙ্গি’, ‘অশালীন ভঙ্গি, অশালীন ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করা’ সরাসরি যৌন হয়রানি।
Khulna-1
একটি বেসরকারি টিভিতে নিপীড়নের শিকার ওই শিক্ষক বলেছেন, বিষয়গত প্রশ্ন না করে বোর্ডে ভিসি অপ্রাসঙ্গিক বিষয়কেই বারবার টেনে আনছিলেন। বোর্ডে ভিসি তার ওপর ভীষণ মাত্রায় আক্রমনাত্মক ছিলেন, তার বলার ভঙ্গি, তার মন্তব্য এবং তার প্রতি ভিসির তীব্র কটাক্ষ সব মিলিয়ে তিনি ভীষণভাবে নিপীড়িত হয়েছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন রোধে প্রচলিত যে আইন তার ভাষ্য অনুসারে এটি স্পষ্ট যৌন হয়রানি। আর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডের মতো জায়গাতে স্বয়ং ভিসির দ্বারা একজন নারী এই যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তাহলে নারীর নিরাপত্তা কোথায়?
এ বিষয়ে জানতে চাইলে ওই বোর্ডের একজন সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন শেখ মো. রজিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীকে বোর্ডে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি বোর্ডে এই ঘটনার তীব্র প্রতিবাদ করি এবং তর্কবিতর্কের একটা পর্যায়ে বোর্ড বাতিল হয়ে যায়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, কিছুদিন আগে ক্যাম্পাসের লাইব্রেরিতে এক নারীকে ধর্ষণ করার পর পাপ্পু কুমার মন্ডল নামে এক ধর্ষক ধরা পড়ে। পরে প্রশাসন তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়।
তাদের ভাষ্য, এক যৌন নিপীড়কই কেবল কোনো ধর্ষককে পালাতে সাহায্য করতে পারে। স্বয়ং ভিসি ধর্ষকের সমর্থক হলে, তার কাছে এই ক্যাম্পাসের কোনো ছাত্রীই নিরাপদ নয়।
লাগামহীন দুর্নীতির পর ভিসির এই যৌন হয়রানির চিত্র উঠে আসার পর শিক্ষার্থী, শিক্ষাবিদেরা ভীষণ উদ্বিগ্ন।
এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, প্রথমত যে নিয়োগ বোর্ডের কথা উল্লেখ করা হচ্ছে তা প্রায় দেড় বছর আগেকার ঘটনা। বোর্ড অনুষ্ঠিত হওয়ার এতোদিন পর এ প্রশ্ন উঠছে কেন?
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বোর্ডের ফরমেশন বিশ্ববিদ্যালয়ের সংবিধিতেই (ধারা-৫) উল্লেখ রয়েছে যেখানে সংশ্লিষ্ট বিষয়ে দুইজন বাইরের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধান সদস্য। উপাচার্যের সভাপতিত্বে এই পাঁচ সদস্য বিশিষ্ট বোর্ডের সামনেই প্রার্থী উপস্থিত হন। উক্ত নিয়োগপ্রার্থীর নিয়োগ বোর্ডেও পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। তাকে যা কিছু প্রশ্ন করা হয়েছে তা উক্ত বোর্ডের সামনেই করা হয়েছে।
উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান প্রতিপালন ও ভাবমূর্তি রক্ষার নিরন্তর প্রচেষ্টা করেন। এছাড়া একজন শিক্ষক হিসেবে শিক্ষকতার মহান আদর্শ অবশ্যই লালন করেন। যেখানে কাউকে কষ্ট দেয়ার ইচ্ছে কোনোকালেই তার ছিলো না বা এখনও নেই। অভিযোগকারী যে অভিযোগ উত্থাপন করেছেন তা যথাযথ নয়। এটি উদ্দেশ্যমূলক। ইতোমধ্যে দেশে বিভিন্ন ঘটনা ঘটেছে। তখনও তিনি এ নিয়ে কোনো কথা বলেননি।
বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে যখন একটি স্বার্থন্বেষী মহল তৎপর ঠিক তখনই তাদের কারও দ্বারা প্রভাবিত হয়ে তিনি এমনটি করেছেন বলে মন্তব্য করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
নিপীড়নের শিকার ওই শিক্ষক বলেন, ৩০ বছর পর হলেও এটা নিয়ে আমি মুখ খুলতাম। কারণ ওই নিয়োগ বোর্ড থেকে বের হয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি। ভিসি আমাকে মানসিকভাবে নিপীড়ন করেছেন। তিনি আমার কাছে জানতে চেয়েছেন আমি হাফপ্যান্ট পরি কি-না? এটা এক কথায় মানসিক ধর্ষণ। সর্বপরি আমি বিষয়টি প্রকাশ করেছি। কারণ মানসিককভাবে ধর্ষণ করা যায় এটা ভিসি বুঝতে চান না।



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত
বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)