মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » দুই সিটি নির্বাচনের ভোটের দিন পরিবর্তনের রায় আজ
দুই সিটি নির্বাচনের ভোটের দিন পরিবর্তনের রায় আজ
পক্ষকাল সংবাদ-
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটের দিন পরিবর্তন চেয়ে করা রিটের রায় আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি)। সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আরমের হাইকোর্ট বেঞ্চে ভোটের দিন পরিবর্তন চেয়ে করা রিটের শুনানি শেষ হয়। একই সাথে রিটের বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেয়া হবে বলেও জানিয়ে দেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ ও নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার।