মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » শাহবাগ অবরোধ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শাহবাগ অবরোধ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পক্ষকাল সংবাদ-
রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহবাগ অবরোধ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে এই অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় এই অবরোধ করা হয়। শিক্ষার্থীরা বলছেন, ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় যদি ঐদিন নির্বাচন হয় তাহলে তা দেশের জন্য অস্থিতিশীলতা ডেকে আনবে।
শাহবাগ থেকে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা মহানগরের সভাপতি রাকিন আবসার অর্ণব ঢাবি শিক্ষার্থীদের এই অবরোধে সমর্থন জানিয়ে বলেন, ৩০ জানুয়ারি কোনোভাবেই নির্বাচন হওয়া উচিত নয়। এইদিন সরস্বতী পূজা। একটি ধর্মীয় অনুষ্ঠানের দিন সাধারণত জাতীয় ছুটি থাকে। সেদিন নির্বাচন হলে তা সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রীয় নিষ্পেষণের বড় একটি উদাহরণ হয়ে থাকবে।