রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » চা বাগানে একই পরিবারের ৫ জন খুন
চা বাগানে একই পরিবারের ৫ জন খুন
পক্ষকাল সংবাদ-
মৌলভীবাজারের একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। ১৮ জানুয়ারি, শনিবার রাতে বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আমরা বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমান জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে বলেও জানান তিনি।