রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | জেলার খবর | ব্রেকিং নিউজ » বিশ্ব ইজতেমায় ক্রিকেটাররা
বিশ্ব ইজতেমায় ক্রিকেটাররা
পক্ষকাল সংবাদ-
আখেরি মোনাজাতে অংশ নিতে বিশ্ব ইজতেমা ময়দানে গিয়েছেন সাকিব আল হাসানসহ আরও কয়েকজন ক্রিকেটার। রবিবার ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেবেন তারা।
ইজতেমা ময়দানে এখন রয়েছেন সাকিব আল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান, তাইজুল ইসলাম ও শাহরিয়ার নাফীস। সাকিবদের সঙ্গে মুশফিকুর রহিমও ইজতেমা ময়দানে গিয়েছিলেন। তবে জরুরি কাজ থাকায় তিনি বাসায় ফিরে আসেন।
বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজ) শূরা সদস্য ও মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, শনিবার রাতে বিশ্ব ইজতেমা ময়দানে পৌঁছান ক্রিকেটাররা। তারা বিদেশি তাঁবুতে অবস্থান করছেন।
রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। এর আগে প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।