মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » মেহেরপুর পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ
মেহেরপুর পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ
মেহেরপুর অফিস: তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার বস্তির ড্রেন, রাস্তা সংস্কার, স্বাস্থ্য সম্মত স্যানিটিশেনের উন্নয়ন কার্যক্রমের পৌরসভার সদ্য সমাপ্ত ও চলমান প্রকল্পসমূহে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগতমান পরীক্ষাসহ বিভিন্ন কাজ সরজমিনে পরিদর্শন করেন ঢাকা প্রকল্প পরিচালকগণ। সোমবার পৌরসভার বিভিন্ন এলাকায় এ উন্নয়ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকারীরা।
প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম নেতৃত্বে ৫ সদস্যের পরিদর্শন দল সদ্যসমাপ্ত এবং চলমান প্রকল্প সমূহ সরজমিনে পরিদর্শন করেন। এসময় সেখানে বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী প্রকাশ চক্রবর্তী, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, পৌরসভার সকল ফাইলপত্র এবং চলমান প্রকল্প সমুহ পরিদর্শন শেষে পরিষদের সাথে সংক্ষিপ্ত সাক্ষাতকারে পৌরসভার সকল কাজে সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বলেন, মেহেরপুর পৌরসভার চলমান সকল কাজ খুবই সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। কাজের মান সুন্দর এবং পৌরসভার উন্নয়নের স্বার্থে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনিসহ পরিদর্শন টিম।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে কে আবারও মেহেরপুর সফরের আমন্ত্রণ জানানো হয় পরিদর্শন দলের সদস্যবৃন্দকে। অন্যদের মধ্যে এসময় প্রোকৌশলী হারুন অর রশিদ, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, কাউন্সিলর আল মামুন, ইভান সহ পৌরকর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মেহেরপুরে হকার্স ফেডারেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন
মেহেরপুর অফিস ॥ মেহেরপুর জেলা হকার্স ফেডারেশন সমাজ কল্যান সমিতির উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় হকার্স ফেডারেশন অফিস কার্যালয়ে এসকল কম্বল বিতরন করা হয়। জেলা হকার্স ফেডারেশন সমাজ কল্যান সমিতির প্রধান উপদেষ্ঠা ও জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল কম্বল বিতরন করেন। এসময় জেলা হকার্স ফেডারেশন সমাজ কল্যান সমিতির সভাপতি মামলত হোসেন, উপদেষ্ঠা মেহের আমজাদ, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুরে বেতন গ্রেড উন্নতি করনের দাবিতে কর্মবিরতি পালন
মেহেরপুর অফিস ॥ মেহেরপুর জেলা প্রশাসনে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬)পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নতি করনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়। কালেক্টরেট সহকারী সমিতির মেহেরপুর জেলার নেতা আফতাব আলী খান, নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম আব্দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মেহেরপুর জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন
মেহেরপুর অফিস ॥ মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মান সহ বিভিন্ন বিষয় নিয়ে হামপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আতাউল গনি। সোমবার সকালে দিকে জেলা প্রশাসক হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ও রোগীদের স্বজনদের সাথে কথাবার্তা বলেন। এসময় সহকারী কমিশনার রকিবুল ইসলাম সহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।