মাছ ধরার অন্য রকম আয়োজন
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিগঞ্জে সোমবার সকাল ১০ টায় বরাইয়া গ্রামের ভুইয়া বাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে পলো দিয়ে মাছ ধরার বিন্ন রকম আয়োজন করা হয়েছে।
স্থানীয় যুবক হাবিবুর রহমান ও মতিউর রহমান বরাইয়া গ্রামে ১ লক্ষ ২৭ হাজার টাকার বিনিময়ে একটি পুকুরের মাছ ক্রয় করেন। তারপর উক্ত পুকুরে মাছ ধরার জন্য এই বিন্ন রকম আয়োজন করা হয়। সকাল থেকে পুকুরের পার্শের মাঠে জমায়েত হতে থাকে দূর-দূরান্ত থেকে আসা মাছ শিকারীগন। বেলা ১১ টার দিকে বরাইয়া স্কুল মাঠে পলো নিয়ে সারিবদ্ধ হয়ে দাড়ায়। এসময় নরসিংদী ও গাজীপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে ১৪৬ টি পলো মাছ ধরতে আসে। পলো প্রতি ৮৭০ টাকা করে মোট ১ লক্ষ ২৭ হাজার টাকার টিকেন বিক্রি করে। পলো দিয়ে প্রতিটি মাছ শিকারীর হাতে একটি লাল ফিতা বেঁধে দেওয়া হয়। প্রতিটি পলোওয়ার সাথে একজন করে মাছ রাখার সংগী।
নরসিংদী জেলা থেকে আসা ১০ জন মাছ শিকারী পুকুর থেকে রুই, কাতল, কারফু, মৃগেল, তেলাপিয়া, ছিলভার কার্পসহ প্রায় ১৫ থেকে ২০ কেজি করে মাছ পেয়ে অনেক আনন্দিত। মাছ ধরাকে কেন্দ্র করে অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৭ হাজার নারী-পুরুষ উপস্থিত হয়েছে পুকুর পাড়ে মাছ ধরার দৃর্শ দেখার জন্য।