নাশকতা রোধে পুলিশের বিশেষ ব্যবস্থা
আকতার বানু লাকি, গাইবান্ধা: অবরোধে গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী বাসে নাশকতা প্রতিরোধে পুলিশ যাত্রীদের ভিডিও চিত্র ধারণ, যাত্রী টিকিট বিক্রির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন, নির্দিষ্ট স্টপেজ ছাড়া যত্রতত্র বাস না থামিয়ে যাত্রীদের ওঠানামা বন্ধ করাসহ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
পুলিশের কড়া নজরদারি ও বিশেষ তৎপরতার কারণে সম্প্রতি অবরোধকারীরা নাশকতার ক্ষেত্রে কৌশল পরিবর্তন করতে পারে বলে পুলিশের ধারণা।
দুর্বৃত্তরা যাত্রীর বেশে বাসে নাশকতা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ কারণে যাত্রীদের ভিডিও চিত্র ধারণ করা হবে এবং টিকিটে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম পরিচয় উল্লেখ থাকতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে টিকিটে বাবার পরিচয় উল্লেখ থাকবে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আহমেদ রাজিউর রহমান।
এ ব্যাপারে তিনি দৈনিক পক্ষকালকে জানান, যেহেতু যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং এতে বাড়তি ঝামেলা মনে না করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে বাসের টিকিট ক্রয়ে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র এবং যত্রতত্র বাস না থামানোসহ উল্লেখিত তৎপরতায় পুলিশকে সহযোগিতা করার জন্য যাত্রী, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের অনুরোধ জানানো হয়েছে।