বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন: বিচার চেয়ে টিএসসিতে ‘অবস্থান’ নিয়েছেন মার খাওয়া মুকিম
বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন: বিচার চেয়ে টিএসসিতে ‘অবস্থান’ নিয়েছেন মার খাওয়া মুকিম
পক্ষকাল সংবাদ ডেস্ক-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হলে ‘শিবির সন্দেহে’ নির্যাতনের শিকার চারজন শিক্ষার্থীর একজন মুকিম চৌধুরী বিচারের দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন।
তিনি বুধবার সন্ধ্যে থেকে এই অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার রাতে তাকেসহ বাকীদেরকে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়।
মুকিম চৌধুরী বিবিসিকে জানিয়েছেন, তাকে মারধর এবং বিনা কারণে পুলিশে দেয়ার ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
এজন্য জহুরুল হক হল শাখা ছাত্রলীগ নেতার ও ডাকসু হল সংসদের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন মিঃ চৌধুরী।
এদিকে, মুকিমের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছেন।
মুকিম এই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
অন্যদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জহুরুল হক হল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।