শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

Daily Pokkhokal
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » কার কাছে গেলে হামার একটা কার্ড হবে
প্রথম পাতা » জেলার খবর » কার কাছে গেলে হামার একটা কার্ড হবে
২৯৮ বার পঠিত
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কার কাছে গেলে হামার একটা কার্ড হবে

---
মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধিঃ আবিয়া বেওয়ার বয়স ৯০ বছরের কাছাকাছি। তারপরও পাননি বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড। এই বিধবা বৃদ্ধা বয়সে অর্থের অভাবে নানা সংকটে ভুগছেন। বয়সের ভারে রোগ-শোকে তিনি ভারাক্রান্ত।
নওগাঁ জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত আছির উদ্দিন মোল্লার স্ত্রী আবিয়া বেওয়া। এই বৃদ্ধ বয়সে বেঁচে থাকার জন্য তিনি একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য ঘুরছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে। শুধু আশ্বাসই মেলে, ৩ বছর ঘুরেও কেউ তার জন্য একটি ভাতার কার্ডের ব্যবস্থা করে দেননি।
সরকারি নিয়ম অনুযায়ী, বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে নারীর বয়স সর্বনিম্ন ৬২ আর পুরুষের বয়স সর্বনিম্ন ৬৫ বছর। সে অনুযায়ী আবিয়া বেওয়া বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হলেও কেউ তার সহযোগিতায় এগিয়ে আসেনি।
প্রতিবেশীরা জানান, প্রায় এক যুগেরও বেশি আগে অর্থসংকটের কারণে চিকিৎসার অভাবে স্বামী আছির উদ্দিন মোল্লা মারা যান। গরীব স্বামীর সঞ্চয় বলতে কিছুই ছিল না। ১৯৭১ সালের আগে জন্ম নেওয়া ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড় সন্তান এক ছেলে ও এক মেয়ে রেখে মারা গেছে প্রায় ২ যুগ আগে।
এক সময় কাজ করার সক্ষমতা হারিয়ে আবিয়া ছাগল পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বয়সের ভারে আর তেমন কাজ করতে পারেন না। এখন বয়সের ভারে শরীর আর আগের মতো চলে না। তাই মাঝে মধ্যেই তাকে না খেয়ে থাকতে হয়।
আবিয়া বেওয়া জানিয়েছেন, ২ বছর আগে তিনি চেয়ারম্যানকে তার ছবি এবং আইডি কার্ডের ফটোকপি দিয়েছিলেন। অফিস থেকে বলা হয়েছিল যে তার কাজ হয়ে গেছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই টাকা পাবেন। একবছর পরেও কোনো টাকা না পেয়ে পুনরায় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা হলে চেয়ারম্যান আবারও কাগজ চাইলে তিনি সেবারও কাগজ দিয়েছিলেন। কিন্তু এখন ২ বছর পেরিয়ে ৩ বছর হতে চললো তবুও তার কার্ড হয়নি।
বৃদ্ধা আবিয়া বলেন, ‘ হামার বয়স এখন পোরায় ৯০। ৩ বছর থাকা হামি মেম্বার চিয়ামিনের (চেয়ারম্যান) কাছে ঘোরোচি। কোনো কাম হয়নি। কেউ হামার জন্য কিছু করে নাই।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কত বছর বয়াস হলে কার্ড হয়?’ ‘কার কাছে গেলে হামার একটা কার্ড হবে? হামার জন্য একটি কার্ডের ব্যবস্থা করে দেন, বুড়ো বয়াসে আমি এনা শান্তি পাই। আল্লাহ তোমাকের ভালো করবে।’
এত বছর বয়সেও তার কোনো প্রকার ভাতা কার্ড হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল বলেন, ‘আবিয়ার কোনো কার্ড করা হয়নি। তবে তার আইডি কার্ডের ফটোকপির উল্টো দিকে আপনি একটা স্বাক্ষর করে দিলে আমি তার একটা কার্ড করে দেব।’
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, আবিয়া বেওয়া মান্দা উপজেলা সমাজ সেবা অফিসে আবেদন করলে তদন্ত সাপেক্ষে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



এ পাতার আরও খবর

বলাতকারের অভিযোগে রুমন গ্রেপ্তার বলাতকারের অভিযোগে রুমন গ্রেপ্তার
স্লিপার বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রী যৌন হয়রানির শিকার স্লিপার বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রী যৌন হয়রানির শিকার
বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় রামদা ধরে ছিনতাই বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় রামদা ধরে ছিনতাই
বাংলাদেশের জনগণের ভরসার জায়গা সেনাবাহিনী- অধ‌্যাপক শহিদুল ইসলাম বাংলাদেশের জনগণের ভরসার জায়গা সেনাবাহিনী- অধ‌্যাপক শহিদুল ইসলাম
মাগুরায় এনজিও ও দরবারের টাকা আত্মসাৎ,  হজ্বের আড়ালে স্বর্ণ চোরাচালান মাগুরায় এনজিও ও দরবারের টাকা আত্মসাৎ, হজ্বের আড়ালে স্বর্ণ চোরাচালান
চট্টগ্রামে সাবেক মন্ত্রী, এমপি, মেয়রসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামে সাবেক মন্ত্রী, এমপি, মেয়রসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
হবিগঞ্জে একদিনে শিশুসহ চারজনকে ধর্ষণের অভিযোগ হবিগঞ্জে একদিনে শিশুসহ চারজনকে ধর্ষণের অভিযোগ
জমি দখলের অভিযোগ হিযবুল্লাহর নায়েবে আমীর মির্জা নুরুর রহমান বেগ’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ হিযবুল্লাহর নায়েবে আমীর মির্জা নুরুর রহমান বেগ’র বিরুদ্ধে
রাজাপুরে ব্রীজের মালামাল চুরি: জড়িত সড়ক ও জনপথের রবিউল রাজাপুরে ব্রীজের মালামাল চুরি: জড়িত সড়ক ও জনপথের রবিউল
বড়লেখায় মসজিদের ভূমি নিয়ে সংঘর্ষ আহত ১০ বড়লেখায় মসজিদের ভূমি নিয়ে সংঘর্ষ আহত ১০

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)