শুরুতে উইকেট এনে দিলেন শফিউল
পক্ষকাল সংবাদ-
শুরুতে ব্যাট করা বাংলাদেশ ভালো সংগ্রহ পায়নি। তুলতে পেরেছে মাত্র ১৩৬ রান। জবাবে নামা পাকিস্তানের শরুতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। পেসার শফিউল শুরুতে এনে দিয়েছেন ব্রেক থ্রু।
পাকিস্তান ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। ওপেনার আহসান আলী ফিরে গেছেন ক্যাচ দিয়ে। বাবর আযম ও মোহাম্মদ হাফিজ ক্রিজে আছেন।
এর আগে শুরুতে ব্যাট করা বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ৫৩ বলে ৬৫ রান করেন। লিটন দাস ১৪ বল খেলে করেন ৮ রান। তার আগে নামা মেহেদি হাসান করেন ১২ বলে ৯ রান।
শুরুর ৪১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তামিম-আফিফ সেটা সামাল দেন। আফিফ হোসেন ২০ বল খেলে ২১ রান তুলে আউট হন। শেষ দিকে মাহমুদুল্লাহ খেলেন ১২ বলে ১২ রানের ইনিংস। আমিনুলের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান।
পাকিস্তানের পেসাররা এ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। মোহাম্মদ হাসনাইন ৪ ওভারে মাত্র ২০ রান খরচা করে তুলে নেন ২ উইকেট। অন্য দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ ৪ ওভার করে বল করে ২২ ও ২৭ রান দিয়ে একটি করে উইকেট নেন।