মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ » ২০১৬ সালের মধ্যে পৃথিবীর ১% ধনীতম ব্যক্তিদের সম্পদ ছাপিয়ে যাবে বাকি ৯৯% মানুষের মোট সম্পদের পরিমাণ
২০১৬ সালের মধ্যে পৃথিবীর ১% ধনীতম ব্যক্তিদের সম্পদ ছাপিয়ে যাবে বাকি ৯৯% মানুষের মোট সম্পদের পরিমাণ
পক্ষকাল ডেস্ক: পৃথিবীর ১% ধনীতম ব্যক্তিদের সম্পদের পরিমাণ ২০১৬ সালের মধ্যে ছাপিয়ে যাবে বাকি ৯৯% মানুষের মোট সম্পদের পরিমাণ। সোমবার একথা জানিয়েছেন ব্রিটেনের অক্সফোর্ম চ্যারিটি। বুধবার সুইৎজারল্যাণ্ডে ৪৫তম ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম শুরু হওয়ার আগে একথা ঘোষণা করল তারা।
অক্সফামের এক্সিকিউটিভ ডিরেক্টর উইন্নি ব্যানিমা বলেছেন ”পৃথিবীতে আর্থিক অসাম্য দিনদিন ধরে বাড়ছে। সারা বিশ্বজুড়ে এই নিয়ে চর্চা বাড়লেও পৃথিবীর ধনীতম ব্যক্তিদের সঙ্গে অনান্যদের সম্পদের পরিমাণের পার্থক্য ক্রমবর্ধমান।”
২০০৯ সালে পৃথিবীর মোট সম্পদের ৪৪% বিশ্বের ১% ধনীতম ব্যক্তিদের। ২০১২ সালে এটা বেড়ে হয় ৪৮%। ব্রিটিশ চ্যারিটি সংস্থাটি একটি রিপোর্টে জানিয়েছে ২০১৬ সালের মধ্যে এটি ৫০% ছাপিয়ে যাবে।
ধনীতম ব্যক্তিদের প্রতি প্রাপ্তবয়স্ক পিছু গড়ে সম্পদের পরিমাণ ২.৭ মার্কিন ডলার। যেখানে বাকি ৯৯% মানুষের গড় সম্পদের পরিমাণ মাত্র ৩,৮৫১ মার্কিন ডলার।
অক্সফাম সতর্ক করেছে পরিস্থিতি সামাল না দিলে, সম্পদের অসাম্যের সঙ্গে সঙ্গেই পৃথিবীজুড়ে বাড়বে অনান্য সমস্যাগুলোও। বাড়বে জঙ্গি হানার প্রবণতা, রাশিয়ার সঙ্গে ফের পাশ্চাত্যের শীতলযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, গোটা ইউরোপ জুড়ে ফের আর্থিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হবে।