সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ
হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ
পক্ষকাল সংবাদ-
পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হাতছাড়া করেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে! আজ সোমবার (২৭ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যচে আজ বাংলাদেশ দলের একাদশে বড় পরিবর্তন আনার আভাস দিয়েছে দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
শেষ ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা আগেই জানিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক এবং প্রধান কোচ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ এবং কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন শেষ ম্যাচে দলে আসবে বেশ কয়েকটি পরিবর্তন। অর্থাৎ বেঞ্চে থাকা তিন ক্রিকেটারের সুযোগ মিলবে আজ। আগের দুই ম্যাচে একাদশে ছিলেন না পেসার রুবেল হোসেন, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ। আজকের ম্যাচ দিয়ে প্রায় এক যুগ পর টাইগারদের পাকিস্তান সফরের প্রথম ধাপ শেষ হচ্ছে। এর আগে পেসার শফিউল ইসলাম বলেন, ‘ক্রিকেটে কিছু বলা যায় না ঠিক করে। তবে দলের সবাই চেষ্টা করছে। পাকিস্তানের দিন গেছে বলতে হবে। আমরাও কিছু ভুল করেছি। আর টি-টুয়েন্টিতে ছোট-ছোট ভুলই হারের কারণ হয়।’
পাকিস্তানের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। এবার সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে পাকিস্তান সফরে যাওয়া। কিন্তু উল্টো সিরিজ হার হয়ে গেছে। এখন এক ম্যাচ জিতে অন্তত পাকিস্তানে প্রথমবার জেতার স্মৃতি নিয়ে দেশে ফেরা গেলেই হলো। নাহলে আবারও খালি হাতেই ফিরতে হবে বাংলাদেশ দলকে। শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ে ভালো করার কোনো বিকল্প নেই। বিশেষ করে টপ ও মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হবে।