বুধবার থেকে বৃষ্টি হতে পারে
পক্ষকাল সংবাদ-
দেশের প্রায় সব এলাকায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বা অথবা মাঝারি বৃষ্টি হতে পারে হতে পারে।
সোমবার সকালে আবহাওয়াবিদ শাহানা সুলতানা সমকালকে বলেন, বড় মেঘমালার কারণে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এ দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিশেষ কৃষি আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে কৃষকদের।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মাঝখানে সাত থেকে আট দিনের বিরতি গেছে। বাকি সময়জুড়ে দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ বয়ে গেছে।