মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা সিটি নির্বাচন: মাঠে নামছে বিজিবি
ঢাকা সিটি নির্বাচন: মাঠে নামছে বিজিবি
পক্ষকাল সংবাদ-
সুস্থ স্বাভাবিক ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকার দুই সিটি নির্বাচনে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে থাকবে বলে জানিয়েছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা।
আজ সোমবার ইসি জানায়, ভোটের আগে ও পরে চারদিন ৪০ হাজারের মতো ফোর্স রাখা হবে। ঢাকা উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও ঢাকা দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স থাকবে।
ইসি আরও জানিয়েছে, এক প্লাটুন বিজিবি প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডের জন্য থাকবে।
বিজিবির প্রতিটি টিমের সঙ্গে মোতায়েনকালীন অর্থাৎ ৩০ শে জানুয়ারি তারিখ থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৬ জনসহ ১৩০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন হবে। সেইসাথে বিজিবির ১ প্লাটুনে ২টি টিম গঠন করার পরিকল্পনাও রয়েছে।