বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পদত্যাগ করেছেন আবদুল্লাহ, কাতারের নতুন প্রধানমন্ত্রী খালিদ
পদত্যাগ করেছেন আবদুল্লাহ, কাতারের নতুন প্রধানমন্ত্রী খালিদ
পক্ষকাল ডেস্ক সংবাদ-
কাতারের প্রধানমন্ত্রী হলেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি। সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহর পদত্যাগের পর তার পরবর্তী উত্তরসূরি হিসেবে খালিদের নাম ঘোষণা করেছেন আমির শেখ তামিম। আন্তর্জাতিক একটি গণমাধ্যম জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি প্রধানমন্ত্রীর দায়িতের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।
দীর্ঘ ছয় বছর ক্ষমতায় থাকা আবদুল্লাহ কেন তার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তার কারণ জানায়নি ওই সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) আবদুল্লাহর পদত্যাগের পরপরই শেখ খালিদ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ পাঠ করিয়েছেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন আবদুল্লাহ। এর আগে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।