শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » উহান থেকে দেশে ফিরল ৩১৪ বাংলাদেশি
উহান থেকে দেশে ফিরল ৩১৪ বাংলাদেশি
পক্ষকাল সংবাদ-
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীনের উহান থেকে শনিবার সকালে দেশে ফিরেছেন ৩১৪ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বেলা ১১টা ৫৩ মিনিটে বিজি ৭০০২ ফ্লাইটযোগে তারা বিমানবন্দরে পৌঁছান। এর আগে শুক্রবার বিশেষ বিমানযোগে বাংলাদেশের নাগরিকদের ফেরত আনার অনুমতি দেয় চীনের বিমান কর্তৃপক্ষ।
উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রাতভর অপেক্ষার পর স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ১০টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমানের ওই বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার পথে উড়াল দেয়।
চীনফেরত এই বাংলাশিদের আশকোনো হজ ক্যাম্পে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর কোয়ারেন্টাইন ব্যবস্থায় তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ ও সেনা সদস্যরা। কারও মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা গেলে তাকে স্থানান্তর করা হবে হাসপাতালে।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুশতাক হোসেন জানান, ফ্লাইটে ৩১৪ জন এসেছেন। তাদের কোয়ারেন্টাইন স্টেশন আশকোনার হাজী ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরও দুজনের আসার কথা থাকলেও শরীরে জ্বর থাকায় তারা চীনে রয়ে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৪০০-৫০০ বাংলাদেশি শিক্ষার্থী উহানে আছেন।
চীনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সর্বশেষ শুক্রবার পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। এছাড়া দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের সাহায্যে একটি হটলাইন নম্বর +(৮৬)-১৭৮০১১১৬০০৫ খুলেছে।