শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ » অবকাশ না রেখেই সুখবর দিলেন কোয়েল মল্লিক
অবকাশ না রেখেই সুখবর দিলেন কোয়েল মল্লিক
পক্ষকাল সংবাদ-
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক জনপ্রিয়তাকে তুঙ্গে রেখেই হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই নায়িকা। তিনি এরপর সিনেমা থেকে দূরে সরে সংসারী হয়ে যান। এই নায়িকা বিয়ের পর হাতে গুনে কয়েকিটি সিনেমায় অভিনয় করেছেন। রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক শনিবার (১ ফেব্রুয়ারি) সকালেই সুখবর জানালেন কোয়েল মল্লিক। কোনও জল্পনা-কল্পনার অবকাশ না রেখেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন মা হওয়ার এই সুখবর।
স্বামী নিশপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানালেন অন্তঃসত্ত্বা তিনি। ২০১৩ সালে পঞ্জাবি এবং বাঙালি মতে নিশপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক।
‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি।…. আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।’সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানোর আধ ঘন্টার মধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে কমেন্ট পেজ।