বিবাদে জড়াচ্ছেন সৌরভ-শাহরুখ
পক্ষকাল সংবাদ-
বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলতে যাওয়ার ফলে আইপিএলের ১৩তম আসরে খেলতে পারবেন না ভারতের প্রবীণ তাম্বে। ৪৮ বছর বয়সী এই ক্রিকেটারকে ছাড়পত্র দিতে নারাজ আইপিএল কর্তৃপক্ষ। কারণ বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে অংশ নেয়ায় তিনি ভারতের যেকোনো টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারিয়েছেন।
আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন,‘ কিছুদিন-আগে টি-টেন ক্রিকেটে অংশ নেয়ার ফলে প্রবীণ তাম্বে আইপিএল খেলতে পারবেন না। বিসিসিআইয়ের স্পষ্ট নিয়ম, চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কোথাও অন্য কোন লিগে অংশগ্রহণ করতে পারেন না।’
এবারের আইপিএলে প্রবীণ তাম্বেকে দলে নেয়া কেকেআরের অভিযোগটা অন্য জায়গায়। তাদের দাবি, প্রবীণ তাম্বে নিষিদ্ধ হওয়া সত্বেও তাকে কেন আইপিএলের নিলামে রাখা হয়েছিল। ভারতের একটি জাতীয় দৈনিক খবর প্রকাশ করে লিখেছে, কেকেআরের সঙ্গে বিসিসিআইয়ের সংঘাত বাধতে চলেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ৪১ বছর বয়সে প্রবীণ তাম্বের আইপিএলে অভিষেক ঘটে। এখন পর্যন্ত আইপিএলে ৩৩ ম্যাচ খেলে ২৮ উইকেট শিকার করেছেন এ বর্ষীয়ান লেগস্পিনার।