শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত
যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত
পক্ষকাল ডেস্ক সংবাদ-
প্রথমবারের মতো যুক্তরাজ্যে ধরা পড়ল করোনাভাইরাস। দুই ব্রিটিশ নাগরিকের দেহে এই ভাইরাস সংক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, আক্রান্ত দুই ব্যক্তিই একই পরিবারের সদস্য। তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ তবে এ দুজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে চীন থেকে ৮৩ জন ব্রিটিশ নাগরিক ও আরও ২৭ জন বিদেশি নাগরিক চীনের উহান থেকে যুক্তরাজ্যে ফিরছে। দেশটিতে নামার পরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। দুই সপ্তাহের পর্যবেক্ষণ শেষে ছাড়া হবে তাদের। এদিকে চীনে প্রায় প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মারা গেছে ২১৩ জন। আক্রান্ত হয়েছে সাড়ে নয় হাজারেরও বেশি। যুক্তরাজ্যসহ ১৮টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ৯৮ জন।