রাজধানীতে রিক্সার রাজত্ব শুরু
পক্ষকাল সংবাদ-
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নগরজুড়ে। নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে আগেরদিন থেকে রাজধানীতে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে কোনো রকম বাধা ছাড়াই রাজধানীর সকল সড়কে চলছে রিকশার দাপট।
অ্যাম্বুলেন্স, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও টেলিকম প্রভৃতি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে। কিন্তু সাধারণ যাত্রীবাহী কোনো পরিবহন চলছে না রাজধানীতে। এমনকি রাইড শেয়ারিং কোনো পরিবহন চলছে না। এতে যোগাযোগের একমাত্র পরিবহন হিসেবে চলছে রিকশা। রিকশাচালকরাও বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।
আবুল খায়ের নামের একজন বলেন, ভোট দেয়ার জন্য ৬০ টাকা ভাড়া দিয়ে ধানমণ্ডি ১৩ থেকে কলেজগেট আসতে হয়েছে। আজ গাড়ি না থাকায় রিকশার ভাড়া খুব বেশি নিচ্ছে তারা।
প্রসঙ্গত, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ঢাকার দুই সিটিতে মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়।