বিজিএমইএ থেকে দেড় হাজার পোশাক কারখানা বাদ
পক্ষকাল প্রতিবেদক :বিজিএমইএর সদস্যভুক্ত ১ হাজার ৬৫৪টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার বিজিএমইএ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সংগঠনের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজিএমইএর সদস্য রেজিস্টার থেকে পর্যায়ক্রমে ঢাকা ও চট্রগ্রামের মোট ১ হাজার ৬৫৪টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করা হয়।
এর মধ্যে ২০০২ সালে ৫০২টি প্রতিষ্ঠান, ২০১২ সালে ৫৮৬টি প্রতিষ্ঠান, ২০১৩ সালে ১০১টি প্রতিষ্ঠান, বিভিন্ন সময়ে ২০টি প্রতিষ্ঠান (প্রতিষ্ঠান কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে), ২০১৪ সালে ঢাকা অঞ্চলের ৩৪১টি প্রতিষ্ঠান ও চট্রগ্রাম অঞ্চলের ১০৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল হয়েছে। বিজিএমইএর সংঘবিধি অনুচ্ছেদ ৭(এ)(২) অনুযায়ী বাৎসরিক চাঁদা সময়মতো পরিশোধ না করা, সমিতি কর্তৃক ধার্যকৃত অন্যান্য চাঁদা না দেওয়া এবং বিভিন্ন সময়ে কমপ্লায়েন্স এর শর্তসমূহ মানতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন কারণে এ কারখানাগুলোর সদস্যপদ বাতিল করা হয়।
প্রসঙ্গত, উল্লিখিত কারখানাগুলোর সদস্যপদ বাতিল করায় বর্তমানে বিজিএমইএর সদস্য সংখ্যা ৫৮৭৬ থেকে কমে দাঁড়াল ৪২২২টিতে।
দৈনিক পক্ষকাল/ইএইচএম