বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » এমপি হতে চান নায়িকা শাবানার স্বামী!
এমপি হতে চান নায়িকা শাবানার স্বামী!
পক্ষকাল সংবাদ-
যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন চলচ্চিত্র তারকা শাবানার স্বামী ওয়াহিদ সাদেক। গতকাল মঙ্গলবার স্ত্রী শাবানাকে সঙ্গে নিয়ে জেলার কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজের বাড়িতে ওয়াহিদ সাদেক এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেয়েই তিনি নির্বাচন করার উদ্দেশ্যে যশোরে এসেছেন।
মঙ্গলবার তার বাড়িতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে শাবানা ও তার স্বামী অংশ নেন। সভায় উপস্থিত লোকজনের মতামত নেয়া হয়। সেখানে উপস্থিত বক্তারা ওয়াহিদ সাদিককে যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পক্ষে সমর্থন দেন। আলোচনায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুল হালিম।
শাবানা বলেন, তাকে প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন সময়ে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সন্তানদের সময় দেয়ার কারণে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে পারেননি। তার স্বামীকে সমর্থন দেয়ার জন্য উপস্থিত সবাইকে তিনি আহ্বান জানান।
ওয়াহিদ সাদিক বলেন, তার জন্মস্থান কেশবপুর। জন্মভূমির উন্নয়নে সবসময়ই তার একটি ইচ্ছা ছিল। যে কারণে এ এলাকার জনপ্রতিনিধি হতে উপস্থিত সবার সমর্থন কামনা করেন। সবার সমর্থন পেলে তিনি গণসংযোগ শুরু করবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে এ আসনে দলীয় নমিনেশন নেয়ার ব্যাপারে। প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন।
আলোচনা সভার আগে শাবানা ও তার স্বামী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন।
ওয়াহিদ সাদেক নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রী গত নির্বাচনেও এ আসন থেকে শাবানাকে নির্বাচনে অংশ নিতে বলেছিলেন। সে চাইলে এবার এখানে প্রার্থী হতে পারেন, আবার তার স্বামীও হতে পারেন। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন যশোর জেলা আওয়ামী লীগ তার পক্ষেই কাজ করবে।
প্রসঙ্গত, যশোর-৬ আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক গত ২১ জানুয়ারি মারা যান। ২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনে এখন পর্যন্ত প্রার্থী ঠিক করেনি কোনো রাজনৈতিক দল।