বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » আবিদালের মন্তব্যে চটলেন মেসি, প্রকাশ্যে বার্সেলোনার ‘গৃহযুদ্ধ’
আবিদালের মন্তব্যে চটলেন মেসি, প্রকাশ্যে বার্সেলোনার ‘গৃহযুদ্ধ’
পক্ষকাল সংবাদ-
সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ঘরে-বাইরে দুই জায়গাতেই সংকটে লা লিগা চ্যাম্পিয়নরা। একের পর এক ইনজুরিতে জরাজীর্ণ দলটির ঘরও পুড়ছে অন্তঃকলহে। আগুনের উত্তাপ এতোই প্রকট যে তা আর গোপন করাও সম্ভব হচ্ছে না। সম্প্রতি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের মন্তব্য ও তার জবাবে দলটির কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি যা বলেছেন; তাতে বোঝায় যাচ্ছে এই সংকট সহজেই কাটছে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে দেয়া এক সাক্ষাৎকারে মেসির সাবেক সতীর্থ এরিক আবিদাল বলেন, কোচ (ভালভার্দে) ও ড্রেসিং রুমের মধ্যে সম্পর্ক আগে ভালোই ছিল। তবে সাবেক ফুটবলার হিসেবে কিছু বিষয় টের পেয়েছি। ভালভার্দের অধীনে বেশ কিছু খেলোয়াড় সুখী ছিল না। তারা তেমন একটা পারফরম্যান্সও করেনি। ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা ছিল। আর তাই নিজের করণীয় সম্বন্ধে যা ভেবেছি সেটাই ক্লাবকে বলেছি।
এতেই চটেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের কথা সোজাসাপটা, ‘আমি মনে করি আপনি যখন খেলোয়াড়দের নিয়ে কথা বলেন তখন আপনার নাম দেয়া উচিত। কারণ অন্যথায় আপনি প্রত্যেকের নাম কলঙ্কিত করছেন এবং এমন গুজব ছড়িয়েছেন যা ছড়িয়ে পড়ে এবং সত্য নয়।
সুপার কোপায় অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর বার্সা কোচের পদ থেকে ছাঁটাই হন আর্নেস্তো ভালভার্দে। পরে ইয়োহান ক্রুইফের আদর্শে পথচলা কিকে সেতিয়েনকে কোচ করে আনে বার্সা।
ইনস্টাগ্রামে ওই পোস্টে মেসি আরো বলেন, সত্যি বলতে এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। তবে নিজেদের কাজ ও সিদ্ধান্তের দায়-দায়িত্ব সবাইকে নিতে হবে। মাঠে যা ঘটে তার দায় খেলোয়াড়দের। ভালো খেলতে না পারলে সবার আগে তা আমরাই স্বীকার করি।
ইনজুরির কারণে এই মৌসুমে খেলার আশা শেষ আক্রমণভাগের দুই স্তম্ভ লুইস সুয়ারেজ ও ওসমান দেম্বেলের। এরই মধ্যে বাজারে খবর চাউর হয় দলের দুই সিনিয়র খেলোয়াড়ের মধ্যে সময়টা ভালো যাচ্ছে না। এজন্য দলটি ম্যাচ শুরুর আগে গোল হয়ে কোনো শলাপরামর্শ করছে না! তার উপর মেসি ও আবিদালের বাকযুদ্ধ সাময়িক ভয়াবহ পরিস্থিতির দিকেই ঠেলে দিচ্ছে বার্সেলোনাকে!