সুখবর জানালেন ওবায়দুল কাদের
পক্ষকাল সংবাদ-
পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৭৭ ভাগ। আর জুলাইয়ের মধ্যে কোন প্রকার অসুবিধা না হলে সবকটি স্প্যান বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর প্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রগতি পর্যালাচনা ও নাগরিক সেবা প্রদান বিষয়ক এক সভা শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৭৭ ভাগ। এখন পর্যন্ত ২৩টি স্প্যান বসানো হয়েছে। আগামী ১০ তারিখ ২৪ নম্বরটিও বসে যাবে। আর জুলাইয়ের মধ্যে কোন প্রকার অসুবিধা না হলে সবকটি স্প্যান বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পে ৯৮০ জন চীনা নাগরিক কর্মরত রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের মধ্যে ৩৩২ জন নববর্ষের ছুটিতে গিয়েছিলেন। তাদের মধ্যে ৩৩ জন ফিরেছে, এরমধ্যে ৮ জন শঙ্কামুক্ত থাকলেও বাকিরা পর্যবেক্ষনে রয়েছেন। এখন পর্যন্ত চীনাদের জন্য সমস্যা না হলেও, সমস্যা হবে দুই মাস পরে। অর্থাৎ এ সেতুতে কর্মরত চীনা নাগরিকরা আগামি দুই মাসের মধ্যে না ফিরলে কিছু সমস্যা হবে বলে জানান সরকারের এ মন্ত্রী।
যে সকল ঠিকাদার সময়মত প্রকল্পের কাজ শেষ করবে না তাদেরকে নোটিশ দিয়ে ওয়ার্ক ওর্ডার বাতিল করা হবে বলেও এসময় সতর্কবাণী উচ্চারণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।