মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণশুনানি চলছে
বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণশুনানি চলছে
পক্ষকাল প্রতিবেদক: বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাওরানবাজারস্থ বিইআরসি কার্যালয়ে এই শুনানি শুরু হয়।এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান এ আর খানসহ অন্য সদস্যরা শুনানিতে উপস্থিত রয়েছেন।পিডিবি প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিদ্যুতের পাইকারি মূল্য ১৮.১২ শতাংশ বাড়ানো অর্থাৎ ৮৫ পয়সা বাড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে কমিশনে আবেদন করেন। তার ওই প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিভিন্ন গ্রাহক প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন।এদিকে গণতান্ত্রিক বাম মোর্চা সাড়ে ১০টা থেকে এর প্রতিবাদে বিইআরসি কার্যালয়ের বাইরে অবস্থান ধর্মঘট পালন করছে। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়ার বিরোধিতা করে তা বাতিলের দাবি জানিয়েছে তারা। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রায় সপ্তাহব্যাপী কয়েক ধাপে পাঁচটি বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর সংশ্লিষ্ট কোম্পানি, গ্রাহক প্রতিনিধি, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির একটি সূত্র জানিয়েছে, এবারের পরিবর্তিত মূল্য ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে।