শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » শতক পার করলো বাংলাদেশ, মুমিনুলেরও বিদায়
শতক পার করলো বাংলাদেশ, মুমিনুলেরও বিদায়
পক্ষকাল সংবাদ-
শুরুটা ভাল ছিলনা বাংলাদেশের। তিন রানে ২ উইকেট হারিয়ে চাপে পরে চায় টাইগাররা। টস হেরে ব্যাটিং এ নামা দলীয় ৩ রানে বিদায় নেবার পর হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে আসে ৫৯ রান। দুজনেই যখন উইকেটে সেট হয়ে গেছেন, তখনই ছন্দপতন। শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৩০ রান করা মুমিনুল। এর পর শান্তর সাথে জুঁটি বাধেন মাহমুদুল্লাহ। শান্ত ১১০ বলে ৪৪ রানে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন মোহাম্মদ আব্বাসের বলে। পাকিস্তানের পক্ষে দুই উইকেট করে পেয়েছেন শাহীন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস। আব্বাস ১১ ওভার বল করে ৭ ওভারই মেইডেন ওভার নিয়েছেন। রান খরচা করেছেন মাত্র ৭টি।
স্কোর: বাংলাদেশ ১০০ রান ৪ উইকেট (৩৬.২ ওভার)। আউট: সাইফ হাসান, তামিম ইকবাল, মুমিনুল, শান্ত।
পাকিস্তানের একাদশ: শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হ্যারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক ব্যাটসম্যান) তাইজুল ইসলাম, রুবেল হোসাইন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।