শুরুতেই পাক শিবিরে টাইগারদের হানা
পক্ষকাল সংবাদ-
শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন ২৩৩ রানেই অলআউট হওয়া বাংলাদেশের লক্ষ্য এখন পাকিস্তানকে দ্রুত অলআউট করা। আর যার প্রথম ধাপে কিছুটা সফলও হয়েছে টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন টাইগার পেসার আবু জায়েদ। রাহির বলে ব্যাটের কানা লাগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের তালুতে।
এদিকে পেস অ্যাটাক দিয়ে বোলিং শুরু করেছিল বাংলাদেশ। শুরুতেই বোলিংয়ে আনা হয়েছিল এবাদত হোসেন ও আবু জায়েদকে। তিন পেসারের অপরজন হলেন রুবেল হোসেন। এক স্পিনার তাইজুল ইসলাম। তাছাড়া প্রয়োজনে অফস্পিন নিয়ে আসবেন মাহমুদউল্লাহ। স্পিন বোলিংয়ে ব্রেক-থ্রু এনে দিতে পারেন অধিনায়ক মুমিনুল হকও। প্রসঙ্গত, রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি সফরকারীরা। দুই ওপেনারের ব্যর্থতার পর মিডল অর্ডারে স্বস্তির আভাস পাওয়া গেলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি মুমিনুল হকের দল। আড়াইশোর আগেই গুঁটিয়ে যেতে হয়েছে তাদের। সর্বোচ্চ ৬৩ রান করেন ছয় নম্বরে নামা মোহাম্মদ মিঠুন। ৪৪ রান করেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। থিতু হয়ে ফিরেছেন লিটন দাস (৩৩), মুমিনুল (৩০), মাহমুদউল্লাহ (২৫) ও তাইজুল ইসলাম (২৪)। বাংলাদেশের দলের জন্য বড় ঘাতক হয়ে আসেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ৫৩ রানে নেন চারটি উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৭ রান।