শিরোনাম:
ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন-কাদের
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন-কাদের
৩৬৫ বার পঠিত
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন-কাদের

---পক্ষকাল ডেস্ক-
জ্বালাও পোড়াও করলে নিরাপত্তাবাহিনী আঙ্গুল চুষবে না:

বিএনপি’র আইনজীবীদের ব্যর্থতায় বেগম জিয়ার জামিন হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এতে সরকারের হাত নেই উল্লেখ করে আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিভিন্ন স্থানে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এ কথা বলেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পিআইবি মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নামে, বিএনপি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
হাছান মাহমুদ বলেন, তারা বিক্ষোভ করতেই পারে। কিন্তু বিক্ষোভটি কার বিরুদ্ধে সেটিই হচ্ছে প্রশ্ন। সেটি কি আদালতের বিরুদ্ধে? কারণ বেগম জিয়াকে শাস্তি দিয়েছে আদালতই।
এদিন সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি আইনজীবীদের নিজেদের অন্তর্কোন্দল আর ব্যর্থতার কারণেই বেগম জিয়ার মুক্তি হচ্ছে না।
সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তারা ৪০১ ধারায় আবেদন না দিয়ে বলছে সরকার কিছুই করছে না। সরকারের তো কিছু করার নেই। সবকিছু আদালতের ওপর।
একই সভায়, দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনে হুমকি-ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ।

তিনি বলেন, আমরা আন্দোলনে ভয় পাই না। বিএনপি জামায়াতকে ভয় পাই না। আন্দোলন করে তারা কিছু করতে পারবে না। আমরা চাই শেখ হাসিনার বিজয়কে ধরে রাখতে জনগণকে ভোটারবান্ধব তৈরি করতে এবং সেই ইমেজ ধরে রাখতে।
একইদিন সকালে, নারায়ণগঞ্জের মেঘনাঘাট সেতু পরিদর্শন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
কাদের বলেন, বেগম খালেদা জিয়ার এটা কোন রাজনৈতিক মামলা না। তার এই মামলা সরকার করেনি। তার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার কোন সুযোগ নেই। বেগম জিয়াকে কারামুক্ত করা আদালতের ব্যাপার।
আর এই মামলা বিলম্বের জন্য বিএনপিকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, তারা সময়মতো আদালতে হাজিরা দিলে এই মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেতো। মামলা বিলম্বের জন্য তারা নিজেরাই দায়ী।
তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সমুচিত হবে না। জ্বালাও পোড়াও সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী মুখে আঙ্গুল দিয়ে চুষবে না।
রাজধানীর পল্টনে শনিবার বিএনপির সমাবেশে সরকারকে নিয়ে প্রবীন রাজনৈতিক নেতা ড. কামাল হোসেনের উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না, এটা রাস্তার ভাষা। তার মতো ব্যক্তি কি করে এমন রাস্তার ভাষায় কথা বলেন?
ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

সময় টিভি



এ পাতার আরও খবর

সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির জোর কোথায়? সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির জোর কোথায়?
ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সাবেক সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সাবেক সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া
‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে মেডিকোর মালিকের কাছ থেকে ৪ কোটি টাকা নেয়ার অভিযোগ ‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে মেডিকোর মালিকের কাছ থেকে ৪ কোটি টাকা নেয়ার অভিযোগ
চাঁদাবাজিও হত্যাচেষ্টা মামলায় মতিঝিল থানা ছাত্রদলের আহবায়ক আরিফসহ গ্রেপ্তার ৩ চাঁদাবাজিও হত্যাচেষ্টা মামলায় মতিঝিল থানা ছাত্রদলের আহবায়ক আরিফসহ গ্রেপ্তার ৩
প্লট দুর্নীতি মামলা হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্লট দুর্নীতি মামলা হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রামপুরায় কফিশপের সামনে তরুণীকে মারধর, আটক ২ রামপুরায় কফিশপের সামনে তরুণীকে মারধর, আটক ২
মহাখালীতে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে উত্তেজনা, সড়ক অবরোধ মহাখালীতে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে উত্তেজনা, সড়ক অবরোধ
মতিঝিলে বিএনপির কোনো কমিটি নেই, চাঁদা দাবিকারী যুবকের বিরুদ্ধে মামলা মতিঝিলে বিএনপির কোনো কমিটি নেই, চাঁদা দাবিকারী যুবকের বিরুদ্ধে মামলা
মার্চ ফর গাজা: ইপিজেডে হামলার ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা মার্চ ফর গাজা: ইপিজেডে হামলার ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)