রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » চট্টগ্রাম সিটি নির্বাচন ও সংসদীয় উপনির্বাচনের তারিখ ঘোষণা
চট্টগ্রাম সিটি নির্বাচন ও সংসদীয় উপনির্বাচনের তারিখ ঘোষণা
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইসাথে বগুড়া-১ ও যশোর-৬ আসনের সংসদীয় উপনির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম সিটি নির্বাচনের সাথে একইদিনে অনুষ্ঠিত হবে এই দুইটি উপনির্বাচন।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ঢাকার দুই সিটিতে ইলেক্টোনিক ভোটিং মেশিং (ইভিএমে) সফলতা পাওয়া গেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ইভিএমের প্রশংসা করেছে। চট্টগ্রাম সিটিরও সব কেন্দ্রে ইভএম ব্যবহার করা হবে। সূত্র জানায়, চট্টগ্রাম সিটির মেয়াদোত্তীর্ণের তারিখ আগামী ৫ আগস্ট। গত ৭ ফেব্রুয়ারি ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে। এ সিটির মোট ওয়ার্ড ৪১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৪টি, মোট ভোটার সংখ্যা সম্ভব্য ১৯ লাখ ২ হাজার ৮১১ জন।