সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের মাটিতে নামলেন ডোনাল্ড ট্রাম্প
ভারতের মাটিতে নামলেন ডোনাল্ড ট্রাম্প
ভারতে এসে পৌঁছলেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টা ৪০ নাগাদ ট্রাম্পের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান ভারতের মাটিতে নামে। তাঁর কিছুক্ষণ পরেই বিমান থেকে নেমে আসেন ট্রাম্প। ইতোমধ্যে সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান বন্দরে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, কন্যা ও মেয়ে-জামাই। এছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন ১০০ জনের একটি প্রতিনিধি দল। আইটিসি মৌর্য হোটেলে থাকবেন তিনি। হোটেলের চাণক্য স্যুইটে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। এই বিলাসবহুল হোটেলের সবচেয়ে সেরা ঘর চাণক্য স্যুইটে রাত্রিযাপন করবেন ট্রাম্প। যার ভাড়া রাতপ্রতি ৮ লক্ষ টাকা। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
আগ্রায় তাজমহল দর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার। যদিও সেই তাজ মহল দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গী হবেন কিনা, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। প্রধানমন্ত্রী মোদীর যাবতীয় সফরসূচির সঙ্গে ওয়াকিবহাল আধিকারিকদের দাবি, তাজমহল দর্শনে ট্রাম্প পরিবারের সঙ্গে থাকবেন না প্রধানমন্ত্রী।