বোমাসহ বনানী থানা শিবিরের সভাপতি আটক
পক্ষকাল প্রতিবেদক: রাজধানীর মহাখালী এলাকায় বোমা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বনানী থানা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানকে (২৩) শতাধিক হাতবোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে আরো পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি তারা বোমা তৈরি করে রাজধানীর অন্য এলাকার কর্মীদের সরবরাহ করতো।
বুধবার ভোরে মহাখালীর টিবি গেইট সংলগ্ন আমিনুল ইসলাম ভিলা নামে চ-ব্লকের ১৩৩/১ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশের হাতে আটক মোস্তাফিজুরের অন্য সহযোগীরা হলেন, জয়নাল আবেদীন (২১), আরিফুজ্জামান আরিফ (১৮), খালিদ সাইফুল্লাহ (১৯) এবং আতিয়ার রহমান (২২)। অভিযানে ওই বাসা থেকে ১৩০টি অবিস্ফোরিত ককটেল, দুই লিটার পেট্রল, ১০ কেজি পাথরের কুচি, ১ কেজি গান পাউডার, ১২ টি নতুন কসটেপ, ৩ কেজি ধারালো ৪ কোনা বিশিষ্ট প্যারেক, ৩ কেজি তুলা, একটি কাচি, ১৫টি জর্দার কালি কৌটা, ১ কেজি জর্দা, বিভিন্ন ম্যাগাজিন ও বই ১২টি, খাকি রংয়ের খাম ২৭টি, ছোট বড় চারটি হিসাবের রেজিস্টার খাতা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই বাসার দ্বিতীয় তলায় শিবির কর্মীরা বোমা তৈরির কারখানা বানিয়েছিল। দীর্ঘদিন ধরে তারা সেখানে বোমা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সেগুলো সরবরাহ করে আসছিলো।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ‘ওই বাসার দ্বিতীয় তলায় তারা বোমা তৈরির কারখানা স্থাপন করে বোমা তৈরি করছিলো। তারা শুধু বোমা তৈরিই নয় রাজধানীতে নাশকতা করার পরিকল্পনার ছক তৈরি করে তারা কাজ করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নাশকতায় তাদের অভিজ্ঞতা অনেক দিনের। তারা প্রশিক্ষণ নিয়ে বোমা তৈরি করার পাশাপাশি বোমা নিক্ষেপেও পারদর্শী।’
গাড়ি পোড়ানোর ক্ষেত্রে তাদের অভিনব পদ্ধতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা প্রথমে রাস্তায় পেরেক ছেড়ে দিয়ে চাকা পাংচার করে। পরে গাড়ি থেমে গেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
পুলিশ জানায়, আটক মোস্তাফিজুর রহমান বনানী থানা ছাত্র শিবিরের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার চরচৈলাদি এলাকায়। তার চার সহযোগীদের মধ্যে জয়নাল আবেদীন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) ৩য় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার কলোনীপাড়ার বাশ বাড়িয়া এলাকায়।
আরিফুজ্জামান আরিফ ঢাকা পলিটেকনিকের আর্কিটেক্ট বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার হঠাৎপাড়া এলাকায়।
খালিদ সাইফুল্লাহ সরকারি তিতুমীর কলেজে (অনার্স) ভর্তির অপেক্ষায়। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার ছোট কামার কু- এলাকায়।
আতিয়ার রহমান সরকারি তিতুমীর কলেজে ইংরেজী (অনার্স) শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার দক্ষিণ উল্লাহ এলাকায়।