শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ইসরায়েলি সংসদে প্রথম হিজাবি মুসলিম নারী, আলোচনা তুঙ্গে
ইসরায়েলি সংসদে প্রথম হিজাবি মুসলিম নারী, আলোচনা তুঙ্গে
ইসরায়েলি সংসদ নেসেটে প্রথমবারের মতো হিজাব পরে প্রবেশ করেছেন আরবের সংখ্যালঘু নারী মুসলিম এমপি ইমান ইয়াসিন খাতিব। চলতি সপ্তাহে আরব পার্টির বিজয়ী এ এমপি হিজাব পরে এবং মাথায় স্কার্ফ পরে প্রবেশ করেন সংসদে। বর্তমানে আলোচনার তুঙ্গে এই নারী। জানা গেছে, ৫৫ বয়সী ইমান ইয়াসিন চার সন্তানের জননী। তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নাজারেত শহরের উপকণ্ঠে ইয়াফাত আন-নাসরেহ গালিলি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের পরিচালক হিসেবে কাজ করতেন।
এক সংবর্ধনা অনুষ্ঠানে আলোচিত ইসরায়েলি মুসলিম নারী এমপি ইমান ইয়াসিন খাতিব বলেন, হিজাব পরার জন্য আমি জনগণকে কাছে টেনেছি বিষয়টা এ রকম না; বরং আমার যোগ্যতা ও আমার কমিউনিটি আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আর আমি হিজাব পরার কারণে বিভিন্ন পর্যায়ে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সব সময় মানুষকে বলেছি, আমি কি পরেছি তা নয়, বরং আমি কী তা দেখুন।