মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » তাপমাত্রা বৃদ্ধি পেলেই কমবে করোনার সংক্রমণের গতি
তাপমাত্রা বৃদ্ধি পেলেই কমবে করোনার সংক্রমণের গতি
বিশ্বব্যাপী মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত এক লাখ ১০ হাজার ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন হাজার আটশ ২৮ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬২ হাজার ২৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সারা বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ এবং মৃত্যু হয়েছে তিন হাজার একশ ১৯ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৩৮২ এবং মৃত্যু হয়েছে ৫১ জনের।
এই ভাইরাস হানা দিয়েছে ভারতেও। তবে এই মারণ ভাইরাসের করাল থাবার থেকে ভারতকে আড়াল করে ঢালের মতো রয়েছে আবহাওয়া। এমনটাই দাবি বিশেষজ্ঞ চিকিৎসক ড. অরিন্দম বিশ্বাসের।
চিকিৎসক ড. অরিন্দম বিশ্বাস বলেন, ভারতের মানুষদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারতের আবহাওয়া করোনাভাইরাসের জন্য একেবারেই উপযুক্ত নয়। তাই আতঙ্কিত হওয়ার থেকে সতর্ক হওয়া বেশি জরুরি। আসলে শীতকাল সব ধরনের ভাইরাসের বৃদ্ধির জন্য উপযুক্ত সময়। তাই পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কমে আসবে করোনাভাইরাসের সংক্রমণের গতি।