তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার
তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
<a href=’https://admanager.somoydigital.com/www/delivery/ck.php?n=a67b424e&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE’ target=’_blank’><img src=’https://admanager.somoydigital.com/www/delivery/avw.php?zoneid=164&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=a67b424e’ border=’0′ alt=” /></a>
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দোরাইস্বামী বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না।
সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে সব হত্যায় বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।