বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » খেলাধুলা » এবছর কোয়ার্টার ফাইনাল খেলার সামর্থ্য আছে: মাশরাফি
এবছর কোয়ার্টার ফাইনাল খেলার সামর্থ্য আছে: মাশরাফি
পক্ষকাল প্রতিবেদক: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি এবার বসছে অস্ট্রেলিয়ায়। তাই বাংলাদেশ দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে আগামী ২৪ জানুয়ারি রওনা হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের উদ্দেশ্যে।
রওনা দেওয়ার প্রক্কালে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং হেড কোচ চন্ডিকা হাতুরেসিংহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন।
সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসীই ছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি।
স্বাভাবিকভাবেই সাংবাদিকদের প্রশ্ন ছিল অধিনায়ক হিসেবে কি ভাবছেন নড়াইল এক্সপ্রেস? মাশরাফি সোজা উত্তর দিলেন, ‘আমরাতো শেষ পর্যন্ত খেলতে চাই। কিন্তু বাস্তবতা হলো আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে তা সম্ভব। আমাদের সামর্থ্য রয়েছে কোয়ার্টার ফাইনাল খেলার।’
বাংলাদেশ দলকে যদি কোয়ার্টার ফাইনাল খেলতে হয় তাহলে গ্রুপের আফগানিস্তান এবং স্কটল্যান্ড ছাড়াও হারাতে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো বড় দলগুলোর অন্তত একটিকে। টাইগার অধিনায়ক নিশ্চয় ক্রিকেটীয় বাস্তবতা বিবেচনায় শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মতো দলকেই টার্গেট করেছেন? কিন্তু মাশরাফি সোজা জানিয়ে দিলেন, আলাদা কোন দলের বিপক্ষে কোন পরিকল্পনা নেই তাদের।
এ প্রসঙ্গে এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘আসলে নির্দিষ্ট কোন দলের বিপক্ষে আমরা পরিকল্পনা করতে চাই না। কারণ দেখা যাবে ঐ ম্যাচগুলোর দিন আলাদা চাপ তৈরি হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি।’
তবে বাংলাদেশ অধিনায়ক গুরুত্ব দিলেন প্রথম ম্যাচের উপর। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মাশরাফির দল। সেই ম্যাচটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন কিনা, এ প্রসঙ্গে দেশসেরা পেসার বলেন, ‘আসলে প্রথম ম্যাচটা জিততে পারলে সবকিছুই সহজ হয়ে যাবে, আমরা বুঝতে পারব পরের ম্যাচগুলোতে কি করতে হবে।’
বাংলাদেশ দলের মূল শক্তিই হলো স্পিন বোলিং। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিন কতটা কাজে আসবে, টিম কম্বিনেশনই বা কেমন হবে? এই অবস্থায়ও মাশরাফি স্পিন বোলারদেরর উপর ভঁরসা রাখলেন। শুনুন তার জবানীতেই, ‘আসলে এখনই টিম কম্বিনেশন নিয়ে ভাবা সম্ভব নয়। তবে আমার মনে হয় এবার ঐ কন্ডিশনে স্পিনারদেরও ভূমিকা থাকবে। বিগ ব্যাশের দিকে তাকালে দেখা যাবে স্পিনারদের ইকোনমি রেট ছয়ের মত। যেখানে পেসারদের ইকোনমি রেট সাত কিংবা আটের মতো।’
মাশরাফি দল অন্তপ্রাণ অধিনায়ক, এটি সবাই জানেন। আবারো কথাটির প্রমাণ পাওয়া গেল এই সংবাদ সম্মেলনে। একজন পেসার হিসেবে ব্যক্তিগত লক্ষ্য কি তা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আসলে ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবছি না, টিমকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। দল ভালো করলে আমার লক্ষ্যও পূরণ হবে।’