বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » ব বি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ
ব বি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ
পক্ষকাল সংবাদঃ বুধবার ১৭ই মার্চ ঃ রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ১৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। সন্ধ্যা ৭টায় টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে রোকেয়া হল ঘুরে শামসুন্নাহার হল, শাহবাগ থেকে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রগতিশীল ছাত্র জোট সমন্বয়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, “বাংলাদেশে আজ কলকারখানা থেকে শুরু করে বিশ^বিদ্যালয় পর্যন্ত কেউ নিরাপদ নয়। কিছুদিন আগেই ঢাকা মেডিকেল কলেজ এর ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতারা পিটিয়ে বের করে দেয়। বরিশাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যারা এই ন্যাক্কারজনক হামলা করেছে তারাও ক্ষমতাসীন দলের সাথে যুক্ত। আজ তারা ছাত্র সংগঠনকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য, আর শ্রমিক সংগঠনকে ব্যবহার করে শ্রমিকদেরকে দমানোর জন্য। তাই আজ জনগণকে পাল্টা ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে”।
মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ঢাকা নগরের সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের সভাপতি মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার জোট নেতৃবৃন্দ ।