বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » অবশেষে মুক্তি পেয়েছেন বুশের মুখে জুতা ছুড়ে মারা সেই সাহসী বীর সাংবাদিক মুনতাজার আল জায়েদী
অবশেষে মুক্তি পেয়েছেন বুশের মুখে জুতা ছুড়ে মারা সেই সাহসী বীর সাংবাদিক মুনতাজার আল জায়েদী
পক্ষকাল ডেস্ক সংবাদঃ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ-কে লক্ষ্য করে জুতা নিক্ষেপকারী ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জাইদি মঙ্গলবার মুক্তি পেয়েছেন
সোমবার তাঁর মুক্তির কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে একদিন সময় বেশি লাগলো তাঁর৷
মুনতাজের-এর ভাই উদয় আল-জাইদি মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে জানান, মধ্য বাগদাদের এক ইরাকি সেনাক্যাম্পে অবস্থিত কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুনতাজের৷ মুক্তি পাওয়ার পর তাঁর সঙ্গে ইরাকের কয়েকজন সংসদ সদস্যকে দেখা গেছে৷
এর আগে সোমবার মুনতাজেরের পরিবারের সদস্যরা মধ্য বাগদাদের এক ইরাকি সেনাক্যাম্পের সামনে জড়ো হয়৷ উদ্দেশ্য ছিল, মুক্তি পাওয়ার পর মুনতাজেরকে নিয়ে বাড়ি ফেরা৷ কিন্তু সেখানে পাঁচঘন্টারও বেশি সময় অপেক্ষার পর মুনতাজের-এর ভাই জানতে পারেন যে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে মঙ্গলবারের আগে মুক্তি পাবেন না তিনি৷
গত বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ইরাক সফরে যান জর্জ ডব্লিউ বুশ৷ সে সময় এক সংবাদ সম্মেলনে বুশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে ইরাকি সাংবাদিক মুনতাজের৷ অবশ্য তাঁর ছোড়া জুতা লক্ষ্যভ্রষ্ট হয়৷ স্বভাবতই এই ঘটনায় গ্রেপ্তার হন তিনি৷
এরপর আদালত তাঁকে প্রাথমিকভাবে তিন বছরের কারাদন্ড দেয়৷ কিন্তু অতীতে তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় পরবর্তী সময়ে তাঁর সাজা কমিয়ে ১ বছর করা হয়৷ গত মাসে মুনতাজের এর এক আইনজীবি জানান, আদালত তাঁর শাস্তির মেয়াদ আরো তিনমাস কমিয়েছে৷ ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবেন তিনি৷
প্রসঙ্গত, বুশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের আগ পর্যন্ত তেমন একটা পরিচত ছিলেননা ৩০ বছর বয়সী টিভি সাংবাদিক মুনতাজের আল-জাইদি৷ কিন্তু গত বছর ১৪-ই ডিসেম্বরের সেই ঘটনার পর ব্যাপক আলোচিত-সমালোচিত হন তিনি৷ একাধিক সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনা তাঁকে ইরাকে নায়কের মর্যাদা এনে দিয়েছে৷ তাঁর পরিবার জানিয়েছে, কারাগার থেকে মুক্তির পর ইরাকে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন মুনতাদির৷