শহীদ মিনার থেকে বোমা সদৃশ বস্তুসহ আটক ২
পক্ষকাল ডেস্ক-
একুশের প্রথম প্রহরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহীদ মিনার এলাকা থেকে হাতবোমা সদৃশ তিনটি বস্তু ও একটি ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ শহীদ মিনারসংলগ্ন গরুহাটি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে সাহারুল ইসলাম ও বার টিকরি গ্রামের মো. আলীর ছেলে মিলন মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি ভ্যান উপজেলা পরিষদের প্রধান গেট থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ভ্যানচালক শাহারুল ও আরোহী মাদকাসক্ত মিলন মিয়াকে তল্লাশি করে। তাদের দেহ তল্লাশি করে তিনটি হাতবোমা সদৃশ বস্তু ও ভ্যানে থাকা একটি ধারালো ছুরি পাওয়া যায়। এ সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে মেহেদী হাসান আরো জানান, উপজেলা পরিষদের সামনে কালো করে দেখতে অপরিচিত দুই ব্যাক্তি তাদের হাতে ওই বস্তু তুলে দিয়ে শহীদ মিনারের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে। সেখান থেকে আরেকজনের হাতে এই হাতবোমাগুলো হাতবদল করার কথা ছিল। হাতবোমা সদৃশ বস্তুগুলো হাতবদল হওয়ার আগেই তল্লাশি করে পুলিশ জব্দ করে।
পরে, ওই বস্তুগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি