রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » অচিরেই উচ্চ আদালতে বাংলায় রায়: প্রধান বিচারপতি
অচিরেই উচ্চ আদালতে বাংলায় রায়: প্রধান বিচারপতি
পক্ষকাল সংবাদ_
সুপ্রিমকোর্টের রায় অচিরেই বাংলায় দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আর এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, অচিরেই সুপ্রিমকোর্টের রায় বাংলায় দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করা হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
বাংলায় রায় দেয়ার জন্য গেল বছর (২০২০ সাল) ডিসেম্বর থেকে একটি সফটওয়্যার ব্যবহার শুরু করা হয়েছে বলেও জানান তিনি।