সোমবার, ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » » বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি
পক্ষকাল নিউজ ডেস্ক-
ভারতে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। মহারাষ্ট্রে কোভিড-১৯ এ শনাক্তের হার ৭০ ভাগ । এদিকে মহামারিতে বিপর্যস্ত ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে কারফিউ।
ভারতে আবারও লাগামহীন করোনা। দেশটিতে গেল এক সপ্তাহে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এ পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়েছে, মারা গেছেন দেড় লাখের বেশি মানুষ। করোনায় বিপর্যস্ত মহারাষ্ট্রের প্রায় ৭০ ভাগ মানুষের করোনা শনাক্ত হয়েছে।
লকডাউনের মধ্যেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মায়ামি সমুদ্র সৈকতে ভিড় করেন শত শত মানুষ। নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করায় পুলিশ অন্তত ১ হাজার পর্যটককে গ্রেফতার করেন। এ অবস্থায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত মায়ামি সমুদ্র সৈকতে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার এবং মারা গেছেন সাড়ে চার শতাধিক।
কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ব্রাজিলের রাজধানী সাও পাওলো তে জারি করা হয়েছে কারফিউ। নিষেধাজ্ঞা অমান্য করে বার, ক্লাব খোলা রাখায় পুলিশি অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এদিকে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। দেশটিতে একদিনে প্রায় ৫০ হাজার আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা সাড়ে ১২শ’।
এদিকে, ভ্যাকসিন রফতানিতে ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান দ্বন্দ্বের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইইউ’র নেতাদের সঙ্গে ফোনে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। ইইউ’র অন্তর্ভূক্ত রাষ্ট্রগুলোকে অ্যাস্ট্রাজেনেকার টিকা না দিলে ব্রিটেনে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংস্থাটি। সংকট সমাধানে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসন ইইউ’র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসার কথা রয়েছে।
সময়–