বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » চাঁদপুরের মতলবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপ !
চাঁদপুরের মতলবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপ !
শাহাদাত হোসেন সাকু , চাঁদপুর থেকে : চাঁদপুরের মতলব দক্ষিণে লাকী আচার্য্য (২২) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে তার স্বামী বিষ্ণু আচার্য্য (৫০)।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের ঠাকুর বাড়িতে এ ঘটনা ঘটে।
লাকী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বিষ্ণুর দ্বিতীয় স্ত্রী।
জানা যায়, দু’বছর আগে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর গ্রামের হতদরিদ্র কুলন্দ মজুমদারের মেয়ে লাকীর সঙ্গে উপাদী গ্রামের পল্লী চিকিৎসক ও কবিরাজ বিষ্ণু আচার্য্যেরে বিয়ে হয়। বিষ্ণুর প্রথম স্ত্রী শীতকালে আগুন পোহাতে গিয়ে গায়ে আগুন লেগে মারা গেছে শোনা গেলেও তার মৃত্যু নিয়েও রহস্য রয়েছে। যা আজো উদঘাটন হয় নি। প্রথম সংসারে তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বিয়ের পর লাকীর প্রথম সন্তান জন্ম হওয়ার কয়েক দিন পর মারা যায়। পুনরায় লাকী অন্তঃসত্ত্বা হয়।
লাকী আচার্য্য বলেন, আল্ট্রাসনোগ্রাম করে গর্ভে মেয়ে সন্তান রয়েছে জানতে পেরে বিষ্ণু সন্তান নষ্ট করতে আমাকে চাপ দেয়। এতে আমি রাজি হইনি। মঙ্গলবার রাতে বিষ্ণু নামযজ্ঞ কীর্তন থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরে গভীররাতে শরীরের যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যায়। এসময় চিৎকার শুনে কেউ এগিয়ে না এলে আমি দৌঁড়ে আমার মাসির (খালা) বাড়ি ছুটে যাই। পরে তারাই আমাকে হাসপাতালে নিয়ে আসে।
লাকীর মেসো (খালু) রাধা বৈদ্য জানান, বিষয়টি থানা পুলিশ ও স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, এ রোগীর চিকিৎসা চাঁদপুরে সম্ভব হবে কি না এ ব্যাপারে বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করে নি।