মোদির সফর নিয়ে বিরোধিতা করলেও কোনো প্রভাব পড়বে না
পক্ষকাল সংবাদ ডেস্ক -
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে ঘিরে যে আন্দোলন হচ্ছে তাতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর গুলশান-২ নম্বরের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রীর মতে, দুই দেশের সাধারণ জনগন এই সফর নিয়ে খুবই খুশি এবং আগ্রহী। রাষ্ট্রীয় অতিথিদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার।
আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধীতা করছেন। প্রেসক্লাবের সামনে দুই চার জন এনে বিক্ষোভ করালে কী হবে? দুই দেশের সম্পর্কে সেটি কোনো প্রভাব ফেলবে না।
এদিকে, মোদির বাংলাদেশ সফরে পাঁচটির বেশি চুক্তি সই হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আরেক দেশে সফরে যান তখন এমন চুক্তি সইয়ের বিষয় থাকে। এবারও থাকবে তবে এবার মোদির সফর মূলত বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে।