
বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » রাজনীতি » মতিঝিলে মোদির আগমন বিরোধী বিক্ষোভ মিছিলে আগুন-ভাঙচুর
মতিঝিলে মোদির আগমন বিরোধী বিক্ষোভ মিছিলে আগুন-ভাঙচুর
মোদির আগমনকে ঘিরে মতিঝিলে সহিংসতা
পক্ষকাল ডেস্ক–
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগমনকে ঘিরে রাজধানীর মতিঝিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ। এসময় তারা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। সেই ঘটনার ছবি তুলেছেন ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল গনি।
পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনার পর মতিঝিল এলাকা থেকে পুলিশ শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আটক করে কাভার্ডভ্যানে করে নিয়ে যায়।
বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ এবং সুবর্ণ নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান