করোনা আক্রান্ত শচীন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন টেন্ডুলকার। কিছুদিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি। শনিবার (২৭ মার্চ) এক টুইট বার্তায় করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
আপাতত তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। তবে শচীনের পরিবারের আর কোনও সদস্য করোনা আক্রান্ত হননি।
শনিবার টুইটে শচীন জানিয়েছেন, ‘করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সব রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত পরীক্ষাও করিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যের সকলেরই রিপোর্ট নেগেটিভ।’
শচীন জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন।
তার কথায়, এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভালো থাকুন।’